Monday, January 3, 2022

ধনসম্পদ বৃদ্ধি, মহাকাশযাত্রা, সমুদ্রে ভাসা ও বিচ্ছেদের বছর


 ব্যবসা-বাণিজ্যসহ সার্বিকভাবে বিশ্ব অর্থনীতিতে করোনার ব্যাপক প্রভাব পড়লেও অধিকাংশ অতিধনীই বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন। তাঁদের অনেকেই মহাকাশযাত্রা ও সমুদ্রবিলাসে প্রচুর অর্থ খরচ করেছেন। এর পাশাপাশি বউ কিংবা বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের কারণেও বিদায়ী ২০২১ সালে সংবাদ শিরোনাম হয়েছেন অতিধনীদের কেউ কেউ।




ধনসম্পদ বৃদ্ধি, মহাকাশযাত্রা, সমুদ্রে ভাসা ও বিচ্ছেদের বছর

করোনা মহামারিকালে বিশ্বের অতিধনীরা আরও ধনী হয়েছেন। একটি হিসাবমতে, বিদায়ী বছরে শীর্ষ ১০ বিলিয়নিয়ার তথা অতিধনীরই সম্পদ বেড়েছে ৪০ হাজার কোটি ডলার। গত বছরে তাঁদের অনেকেই বিপুল অর্থ ব্যয় করে সুপারইয়ট তথা প্রমোদতরি কিনে সমুদ্রে ভেসেছেন।


বিশ্বের শীর্ষ দুই ধনী ইলন মাস্ক ও জেফ বেজোস এবং আরেক ধনকুবের রিচার্ড ব্র্যানসন নিজেদের রকেটে চড়ে সোজা মহাকাশে পাড়ি দিয়েছেন। টাকার বিনিময়ে নিজেদের সঙ্গে যাত্রীও নিয়ে গেছেন। এর মাধ্যমে মহাকাশে পর্যটন শুরু হয়েছে বলে মনে করা হয়।


আবার বউ কিংবা বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার কারণেও অন্তত তিন বিলিয়নিয়ার সংবাদ শিরোনাম হয়েছে। তাঁরা হলেন বিল গেটস, ইলন মাস্ক ও জন পলসন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: