সর্বশেষ
Monday, January 3, 2022
প্রয়োজন হলে আবারও ক্লাস বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী
করোনার নতুন ধরন অমিক্রনের কারণে প্রয়োজনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমরা মনে করি, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের স্বার্থে ক্লাসের সংখ্যা আবার কমিয়ে দেওয়া প্রয়োজন, কমিয়ে দেব, বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই প্রয়োজন বুঝে করব।’
শিক্ষামন্ত্রী বলেন, মার্চ পর্যন্ত না দেখে তাঁরা বলতে পারবেন না যে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম চালু করতে পারবেন কি না। তবে গতবারের চেয়ে কোনো কোনো ক্লাস বাড়ানো হয়েছে। আগে কোনো কোনো ক্লাসে যেখানে এক দিন ক্লাস হতো, সেখানে একাধিক দিন হয়েছে।
বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো অবস্থায় আছে উল্লেখ করে দীপু মনি বলেন, তারপরও অমিক্রনের একটি ধাক্কা শুরু হয়েছে। সেই ঢেউয়ে বহু উন্নত দেশও পর্যুদস্ত। পাশের দেশেও সংক্রমণের বড় আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশে এখনো আশঙ্কাজনক জায়গায় নেই। সংক্রমণের হারও কম। কিন্তু এটি ১ শতাংশে নেমে এসেছিল। সেখান থেকে বেড়েছে। অমিক্রনে আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে। কাজেই এখন অত্যন্ত সতর্ক হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি জরুরিভাবে মেনে চলতে হবে।
করোনার সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এখনো স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চলছে।
ভারতে করোনায় সাত দিনে ৪৩১ শতাংশ সংক্রমণ বৃদ্ধি
করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন আসার পর ভারত আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ইউরোপের মতো ভারতেও গত এক সপ্তাহের শনাক্তের হার সে ইঙ্গিতই দিচ্ছে। ওমক্রিন সংক্রমণ সবচেয়ে বেশি দিল্লি ও মহারাষ্ট্রে।
ধনসম্পদ বৃদ্ধি, মহাকাশযাত্রা, সমুদ্রে ভাসা ও বিচ্ছেদের বছর
ধনসম্পদ বৃদ্ধি, মহাকাশযাত্রা, সমুদ্রে ভাসা ও বিচ্ছেদের বছর
করোনা মহামারিকালে বিশ্বের অতিধনীরা আরও ধনী হয়েছেন। একটি হিসাবমতে, বিদায়ী বছরে শীর্ষ ১০ বিলিয়নিয়ার তথা অতিধনীরই সম্পদ বেড়েছে ৪০ হাজার কোটি ডলার। গত বছরে তাঁদের অনেকেই বিপুল অর্থ ব্যয় করে সুপারইয়ট তথা প্রমোদতরি কিনে সমুদ্রে ভেসেছেন।
বিশ্বের শীর্ষ দুই ধনী ইলন মাস্ক ও জেফ বেজোস এবং আরেক ধনকুবের রিচার্ড ব্র্যানসন নিজেদের রকেটে চড়ে সোজা মহাকাশে পাড়ি দিয়েছেন। টাকার বিনিময়ে নিজেদের সঙ্গে যাত্রীও নিয়ে গেছেন। এর মাধ্যমে মহাকাশে পর্যটন শুরু হয়েছে বলে মনে করা হয়।
আবার বউ কিংবা বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার কারণেও অন্তত তিন বিলিয়নিয়ার সংবাদ শিরোনাম হয়েছে। তাঁরা হলেন বিল গেটস, ইলন মাস্ক ও জন পলসন।
সার্চ কমিটি গঠনে তিন নাম প্রস্তাব বিকল্পধারার
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপে অংশ নিয়ে তিনজনের নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দল বিকল্পধারা।
বিএনপির কর্মসূচিতে বাধা নয় বরং সহযোগিতা করছে সরকার: কাদের
বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না বরং সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের |
সোমবার (৩ জানুয়ারি) সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তি নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।
ওবায়দুল কাদের বলেন, জনগণ কী চায়, কী চায় না তার মানদণ্ড হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। বলেন, নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয়। এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।
এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির সহযোগিতা কামনা |
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বৃদ্ধি এবং জিএসপি ইস্যুতে জার্মানির সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের তৃতীয় বৃহত্তম দেশে হিসেবে জার্মানিকে অভিনন্দন জানিয়ে টিপু মুনশি জার্মান বাজারে বাংলাদেশের আরও অধিক পণ্য সহজে প্রবেশের অনুরোধ করেন।
তিনি বলেছেন, বাংলাদেশে পরিবেশবান্ধব গ্রীন ফ্যাক্টরি স্থাপন, শ্রমিক কল্যাণসহ অন্যান্য কমপ্লায়েন্স অনুসরণ করতে গিয়ে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ন্যায্যমূল্য প্রদানের জন্য জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন।